https://www.varendratimes.com/

4650

campus

রাবিতে ১ম বারের মতো ইদের নামাজে নারীদের অংশগ্রহণের ব্যবস্থা

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫ ১৩:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো এবার নারী মুসল্লিদের জন্য পৃথক প্রবেশ পথ ও পৃথক প্যান্ডেলে ইদুল ফিতরের জামায়াতে অংশগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ বছর ইদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
নারী মুসল্লিগণ বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন বিএনসিসি গেইট দিয়ে প্রবেশ করবেন এবং নামাজ শেষে একই পথে বের হবেন। প্রথমবারের এ আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।