
https://www.varendratimes.com/
4658
rajshahi
প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫ ১৭:৪৫
রাজশাহীর চারঘাট কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চারঘাট পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য রমেশ দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি, চারঘাট নিশি কালী মন্দিরের সভাপতি ও রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি ব্রজহরি দাস। উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাঘা উপজেলার সভাপতি তাপস কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিধান সরকার, সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার, জনতা ব্যাংকের ম্যানেজার বাবু সমিরন কুমার ঘোষ, ঋষিপাড়া স্বার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মধুসূদন দাস, ঝিকরা স্বার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দিলিপ কুমার কর্মকার।
মন্দিরের প্রার্থনা পরিচালনা করেন ফনি ভুষন। প্রধান অতিথি রমেশ দত্ত তাঁর বক্তব্যে বলেন, হিন্দুদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে চারঘাট উপজেলাবাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, ইতি মধ্যে চারঘাট উপজেলার পরানপুর মন্দিরে ৫০ হাজার টাকা টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দির শ্মশান নির্মাণ করা হবে। বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং সকলকে ঐক্য বদ্ধ হয়ে একটি সংগঠন করা বলে তিনি উল্লেখ করেন।