
https://www.varendratimes.com/
4759
social-media
প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫ ২৩:২৫
এক লাখ কুড়ি হাজার প্রাণের শহর, আজ নিঃসাড় ধ্বংসস্তূপ।
কোথাও কেউ নেই।
যেন পৃথিবী নিজেই মুখ ফিরিয়ে নিয়েছে।
হায়েনারা শুধু মানুষ মারেনি।
গাজা—রাফা—এই শহর ছিল পাখিদের,
ছিল গাছের পাতায় ভোরের শিশির,
ছিল পিঁপড়া, বিছা, ছিল বনের বাতাসে বাঁচার স্পন্দন।
আজ কিছু নেই।
শুধু মৃত্যু।
শুধু রক্তের গন্ধ।
আমি দোয়া করি না...
না, আমি দোয়া করি না শহীদদের জন্য।
যদি আল্লাহ অন্ধ হন—
তবে আমি তাঁর সঙ্গে আড়ি করে থাকি।
কারণ আমি বিশ্বাস করি—
প্রকৃতির প্রতিশোধ আছে।
আর এই প্রতিশোধের থেকে কেউ বাঁচবে না।
জান্নাতের পাখিরা...
তোমরা ঘুমাও শান্তিতে।
হাজার মাইল দূরে বসে,
একজন যুবক তোমাদের জন্য কাঁদছে।
তার কান্না নালিশ হয়ে পৌঁছাক সৃষ্টিকর্তার কানে।
মানবতার মুখোশ পরে যারা চুপ,
তারা কি জানে—
একদিন হিসাব হবে?
দুইশো কোটি মুসলমান—
আয়নার সামনে দাঁড়িয়ে কোন লজ্জায় বলবে,
“আমরা কিছু করতে পারিনি!”
মানবাধিকার এখন ব্যবসা।
মুসলমানদের হত্যায় কেউ অনুমোদন দেয়,
কেউ অস্ত্র বেচে,
কেউ চুপ করে দেখে।
কিন্তু মনে রেখো—
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।
শিশুরা জানে—
মৃত্যু তাদের জন্য জান্নাতের পথ।
জেরুজালেম একদিন মুক্ত হবে।
একজন ফিলিস্তিনিও যদি বেঁচে না থাকে—
তবু ন্যায়বিচার থামবে না।
আমি চাই...
এই চোখে ইসরাইলের পতন দেখে,
শান্তিতে চোখ বন্ধ করতে।
হে প্রভু...
কবুল করো আমার প্রার্থনা।