https://www.varendratimes.com/

4777

rajshahi

পুঠিয়ায় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা।

প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫ ১৩:০৯

পুঠিয়া প্রতিনিধি: 

তারুণ্যের অংশগ্রহন, খেলাধূলার মানোন্নয়ন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকালে পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলিত হয়ে আলোচনা সভা ও ক্রীড়া কার্যক্রম বিষয়ে দিক-নিদের্শনা পরিচালনা করা হয়। এবং এই দিবস উপলক্ষে বিকালে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নুর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার পারভেজ নেওয়াজ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা, উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্যবৃন্দ।