https://www.varendratimes.com/

4779

bd-country

রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা

প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫ ১৫:০৩

ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭-এপ্রিল (সোমবার) সকাল ১১:৩০ মিনিটে গোমস্তাপুর উপজেলা চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলোনি মোড়ে পথসভার কর্মসুচি শেষ হয় I

এই বিক্ষোভ মিছিলে অংশ নেন ও বক্তব্য রাখেন ইয়ুথ ফাউন্ডেশনের আমিরুল মুমিন ,আরো বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম ,মাওলানা শাহজালাল , হিজবুল্লাহ ,পিয়াস, নাফিস, শুভ ,জুলকার সহ সাধারণ শিক্ষার্থী, জনতা এবং সর্বস্তরের সচেতন মানুষ।

তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, (ইসরায়েলি সন্ত্রাসী হামলা- বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন; “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন।

আমরা বাংলাদেশের তরুণ সমাজ হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।