https://www.varendratimes.com/

4798

rajshahi

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫ ২৩:২৫

রাজশাহীর চারঘাট উপ‌জেলা জামায়াতের উদ্যোগে গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্দ্যোগে সোমবার (০৭ এপ্রিল) বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আইয়ুব আলীর সঞ্চলনায় ও চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মিছিলটি চারঘাট উপজেলা মডেল মসজিদ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট হয়ে মন্ত্রীরোড থেকে  বাজারের চৌরাস্থা হয়ে মডেল মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ মঈনুল শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাও: মো: শফিকুল ইসলাম, রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুবেল আলী,  জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, উপজেলা জামায়াতের  সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ নাহিদ হাসান শুভ  সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ তাওহীদি জনতা।

অতিথিবৃন্দ মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় নিরীহ ফিলিস্তিনি শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ইসরাইলের গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অতিথিবৃন্দ বলেন, এদিকে ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

সংগঠনের সকল জনশক্তি এবং তাওহীদি জনতাকে সামর্থের মধ্যে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উক্ত আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।