
https://www.varendratimes.com/
4800
campus
প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫ ২৩:৩৩
ক্যাম্পাস সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহ নিশ্চিত করা ও নাগরিক সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের, সংবাদ বিষয়ক প্রশিক্ষন দিয়ে থাকে ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটি তার সত্য, সংগ্রাম, ঐতিহ্য ও ঐক্যের অটুট বন্ধনের জন্য শিক্ষার্থীসহ সাংবাদিক মহলে বেশ সুনাম অর্জন করেছে।
রাজশাহী কলেজের মতো ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সংগঠনটি ক্যাম্পাস সাংবাদিকতার নজির স্থাপন করেছে। সংগঠনটির সহায়তায় দেশের প্রথমসারির সংবাদমাধ্যমসহ প্রতিষ্ঠিত গনমাধ্যমে কাজ করছে শিক্ষাপ্রতিষ্ঠানটির একঝাঁক তরুন ও উদীয়মান সাংবাদিক। এরই মধ্যে সংগঠনটি একযুগেরও বেশি সময় পার করছে।
এবছর সংগঠনটি তার ১৩ বছরের পথ পেরিয়ে ১৪বর্ষে পদার্পণ করেছে। ২০১২ সালের ৮ এপ্রিল 'সত্যের সন্ধানে' স্লোগানকে সামনে রেখে মাত্র ১১ জন উদ্যমী সদস্যের হাত ধরে কৃষ্ণচূড়া গাছের নিচে শুরু হয়েছিল আরসিআরইউ-র যাত্রা।
সেসময় সংগঠনটির ছিলো না নিজস্ব কোনো ঘর বা নির্দিষ্ট কোনো অফিস। প্রবল আত্মবিশ্বাস, নিষ্ঠা, স্বপ্ন এবং অদম্য শ্রমের শক্তির জোরে, সেই সব সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আরসিআরইউ আজ রাজশাহী কলেজ ক্যাম্পাসে একটি সুপ্রতিষ্ঠিত ও স্বীকৃত সংগঠন।
ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে এটি হয়ে উঠেছে ছাত্র-শিক্ষক ও সমাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করা এই সংগঠনটি শুধু সংবাদ পরিবেশন করেই থেমে থাকেনি; বরং এটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গণমাধ্যমে আত্মপ্রকাশ এবং মত প্রকাশের স্বাধীনতা চর্চার ক্ষেত্রেও রেখেছে যুগান্তকারী ভূমিকা।
এইতো কয়েক দশক আগেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে সাংবাদিকতা শেখার এবং চর্চার তেমন কোনো কাঠামো (সংগঠন) ছিল না। আরসিআরইউ সেই চিত্র বদলে দেয়। এর মাধ্যমে রাজশাহী কলেজেই তৈরি হয় সাংবাদিকতা চর্চার একটি প্ল্যাটফর্ম, যার মডেল অনুসরণ করে বর্তমানে দেশের বিভিন্ন কলেজে সাংবাদিকতা চর্চার ধারা গড়ে উঠেছে।
বলা চলে, আরসিআরইউ শুধু একটি সংগঠন নয়, এটি ক্যাম্পাস সাংবাদিকতার এক বিপ্লবের সূচনা। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি রাজশাহী কলেজের সার্বিক উন্নয়ন এবং সাফল্য অর্জনের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একাধিকবার দেশসেরা কলেজ হিসেবে নির্বাচিত হওয়ার পেছনে গণমাধ্যম, বিশেষত আরসিআরইউ-র ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনটি কলেজের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং অর্জনসমূহ দেশবাসীর সামনে তুলে ধরেছে, যা কলেজের ইতিবাচক ভাবমূর্তি গঠনে সহায়ক হয়েছে।
এ পর্যন্ত সংগঠনটি অসংখ্য মেধাবী ও দক্ষ গণমাধ্যমকর্মী তৈরি করেছে, যারা এখন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন। সাবেক ও বর্তমান সদস্যরা শুধু সংবাদ সংগ্রহ করেই ক্ষান্ত হননি; তারা সংবাদ বিশ্লেষণ, ফিচার লেখা, উপস্থাপনা, মাল্টিমিডিয়া, অনলাইন, গবেষণাধর্মী প্রতিবেদনসহ নানা ক্ষেত্রেও নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন।
প্রতিবছর সংগঠনটি নিয়মিতভাবে রিপোর্টিং, ফিচার, ফটোগ্রাফি, মোবাইল জার্নালিজমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও প্রকাশনা উৎসবের মতো কার্যক্রম পরিচালনা করে। এসব, কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং তাদেরকে আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেয়।
আরসিআরইউ’র ১৩তম বর্ষপূর্তি ও এক দশকেরও বেশি সময় ধরে ছড়িয়ে পড়া আলো, সংগ্রাম, আত্মত্যাগ ও সাফল্যের এক অনবদ্য দলিল। সংগঠনটি সাংবাদিকতা চর্চার মাধ্যমে একটি প্রজন্মকে যুক্ত করেছে সচেতনতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম।