
https://www.varendratimes.com/
4822
rajshahi
প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৫ ২২:৪৩
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট-বাঘা আসনের এমপি পদপ্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, “চারঘাট-বাঘার মাটিতে মাদক কারবারীদের ঠাঁই হবে না। মাদক ব্যবসায়ীদের সমাজে কোনো স্থান দেওয়া হবে না। তাদের স্বমূলে উৎখাত করা হবে।
” রবিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে অনুষ্ঠিত এক মাদক প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদ তার বক্তব্যে বলেন, “মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। তারা শুধু পরিবার নয়, পুরো সমাজ এমনকি দেশকেও ধ্বংস করছে। এই মাদক কারবারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
” এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে চাঁদ আরও বলেন, “চারঘাট-বাঘা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানকার মাদক প্রবণতা অনেক বেশি। এলাকাবাসী আমাকে জানিয়েছেন, এই ওয়ার্ডের মাদক ব্যবসায়ী ইউপি সদস্য সাহাবুর রহমানের বিষয়ে। তার বিরুদ্ধে এলাকায় বেশ কিছু অভিযোগ উঠেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, সাহাবুর কিংবা তার সঙ্গীরা যদি মাদক ব্যবসা না ছাড়ে, তবে তাকে এলাকা ছাড়া করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের সঙ্গে যদি আমার নিজের ছেলে যুক্ত হয়, তবে তাকেও কোনোভাবে ছাড় দেওয়া হবে না।” সমাবেশে সভাপতিত্ব করেন তাতারপুর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সঞ্চালনায় ছিলেন শলুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার পাশাপাশি মাদক কারবারি সাহাবুরের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তাকে সংশোধন হতে বলেন। এদিকে তাঁতারপুরের মাদক স্পটে দাঁড়িয়ে আবু সাইদ চাঁদের এমন সাহসী সমাবেশ পুরো এলাকায় আশার আলো ছড়িয়েছে এবং মাদকের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান গ্রহণের জন্য এলাকাবাসীকে একত্রিত করেছে।