https://www.varendratimes.com/

4873

lifestyle

নখ সাদা করার উপায় - পায়ের নখ সাদা করার উপায়

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

৯ উপায়ে কিভাবে সুন্দর হবেনবন্ধুরা আপনারা কি জানেন নখ সাদা করার উপায় এবং পায়ের নখ সাদা করার উপায় কী? আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন নখ সাদা করার উপায় ও পায়ের নখ সাদা করার উপায়। তো চলুন তাহলে দেখে নেই নখ সাদা করার উপায় ও পায়ের নখ সাদা করার উপায়। 

নখ সাদা করার উপায় ও পায়ের নখ সাদা করার উপায় ছাড়াও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে আমাদের সাথেই থাকুন।

নখ সাদা করার উপায় এবং কালো নখ সাদা করার উপায় 

ধবধবে সাদা নখ দেখতে কে না পছন্দ করে। নখই পারে আমাদের হাতের সৌন্দর্য বাড়াতে। আবার এই নখ ই পারে আমাদের হাতের সৌন্দর্য একেবারে বিদখুটে করে দিতে। কিন্তু দৈনন্দিন আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কাজে যেমন রান্নাবান্না বাইরের ধুলাবালি তে নখের রং নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় মেয়েরা নখে বিভিন্ন সাজসজ্জা যেমন নেইলপালিশ ব্যবহার করতে করতে নখে হলদেটে বা কালচে ভাবে এনে দেয়। 

এজন্য আমাদের প্রত্যেকেরই নখ সাদা করার উপায় গুলো জেনে রাখা উচিত। যারা নখ সাদা করার উপায় এবং জানেন না তাদের কে এখন আমি এই পর্বে নখ সাদা করার উপায় সম্পর্কে আলোচনা করব। নখ সাদা করার উপায় সম্পর্কে অনেকেই জানেন না। তো চলুন তাহলে দেখে নেই নখ সাদা করার উপায়: 

নখের যত্নে বেকিং সোডা ও লেবু 

আধা চা-চামচ বেকিং সোডা ও একটি লেবুর অর্ধেকের রস বের করে নিন। এরপর দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি আপনার হাতে এবং নখের উপরে ঘষে ঘষে লাগাতে থাকেন। এক মিনিট পর সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলবেন। এরপর হাত মুছে কোনো একটি মশ্চারাইজিং লাগিয়ে নিবেন। এটি আপনার নখের দাগ নিমিষের মধ্যেই গায়েব করে ফেলবে। 

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা

নখের যত্ন টুথপেস্ট 

নখ ভালো করে কেটে ফাইলার দিয়ে ঘষে নখের আকার ঠিক করে নিন। এরপর নখের ওপর পাতলা করে টুথপেস্ট লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। ১০ মিনিট পর নেইল ব্রাশ দিয়ে নখের উপর ভালোভাবে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন ব্যাবহারে নখে স্বাভাবিক রং ফিরে আসার পাশাপাশি নখ হয়ে উঠবে স্বাস্থ্যজ্জল।  

নখের যত্নে লেবুর রস 

হালকা গরম পানিতে লেবুর রস মিলিয়ে নিন। এরপর আপনার হাত টি ২/৩ মিনিট সেই পানিতে ডুবিয়ে রাখুন। এটি আপনার নখের হলদে ভাব দূর হতে সাহায্য করবে। 

নখ সাদা করার উপায় এবং কালো নখ সাদা করার উপায় গুলো আপনাকে এতক্ষণে বলা হয়েছে। আশাকরি নখ সাদা করার উপায় এবং কালো নখ সাদা করার উপায় গুলো সম্পর্কে জানতে পেরেছেন। 

পায়ের নখ সাদা করার উপায় ও পায়ের নখ সুন্দর করার উপায় 

শুধু কি হাতের নখের যত্ন করলেই চলবে? আপনার পায়ের নখের যত্ন কে করবে? আমরা এতটাই ব্যাস্ত থাকি যে আমাদের পায়ের দিকে তাকানোই হয় না। এরপর অনেক দিন পর হঠাৎ যখন পায়ের দিকে চোখ পরে। তখন হয়তো ভাবি যে, "হায়রে পা দুটো কত টাই না অবহেলা করলাম। ছিঃ এখন পায়ের এ অবস্থা।" 

এমনটা আর ভাবতে হবে না। এখন থেকে হাতের পাশাপাশি নিয়মিত হবে পায়ের যত্ন। কিন্তু পায়ের নখ সাদা করার উপায় কি? পায়ের নখ সাদা করার উপায় নিয়ে আপনাকে ভাবতে হবে না। পায়ের নখ সাদা করার উপায় আমার কাছে আছে। 

যারা পায়ের নখ সাদা করার উপায় জানতে চান তারা এই পর্বে জানতে পারবেন। তো চলুন তাহলে পায়ের নখ সাদা করার উপায় দেখে আসি। পায়ের নখ সাদা করার উপায়: 

পায়ের নখ সুন্দর রাখতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত পায়ের অতিরিক্ত নখ কাটতে হবে। আলগা ময়লাগুলো নেইলকাটার দিয়ে ফেলে দিতে হবে। ফাইলার দিয়ে নখ ঘষে নখের আকার আকৃতি ঠিক করতে হবে। এরপর নিচের দেওয়া প্যাক গুলো লাগাবেন।

মধু দিয়ে পায়ের যত্ন  

মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে নখে লাগাবেন। এরপর ভালোভাবে ১০ থেকে ১৫ মিনিট নখ ও নখের চারপাশ মালিশ করবেন। এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলবেন। 

লেবুর সাথে বেসন দিয়ে নখের যত্ন

পরিমাণ মতো বেসন নিন। এরপর তাতে আস্ত একটি লেবুর রস মিশিয়ে নিন। এরপরে মিশ্রণটি নখে লাগান। মিশ্রণটি শুকিয়ে আসার আগ পর্যন্ত নখে রেখে দিবেন। শুকিয়ে এলে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে নিয়মিত ব্যবহারের নখ হবে সাদা ধবধবে। 

এই প‌্যাক গুলো ছাড়াও এই আর্টিকেলের শুরুতেই যে প্যাক গুলোর কথা বলেছি সেগুলোও আপনি আপনার পায়ের নখ সাদা করার উপায় হিসেবে ব্যবহার করতে পারেন। 

নখের ময়লা দূর করার উপায় ও পায়ের নখের কুনি দূর করার উপায়

এই পর্বে জানতে পারবেন নখের ময়লা দূর করার উপায় ও পায়ের নখের কুনি দূর করার উপায় কি তা সম্পর্কে। অনেকেই জানতে চেয়েছেন নখের ময়লা দূর করার উপায় ও পায়ের নখের কুনি দূর করার উপায় সম্পর্কে। যারা জানতে চেয়েছেন তারা এখান থেকে নখের ময়লা দূর করার উপায় ও পায়ের নখের কুনি দূর করার উপায় গুলো দেখে নিন। 

নখের ময়লা দূর করার উপায়

গরম পানির সাথে বেকিং সোডা মিশিয়ে কিছুটা ঘন মিশ্রণ তৈরি করে নিন। এরপর এটি নখের কোনা সহ পুরো নখে ভালো করে লাগিয়ে নিন। এরপর কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। এটি আপনার নখের জমে থাকা ময়লা নিমিষেই দূর করতে সাহায্য করবে। 

পায়ের নখের কুনি দূর করার উপায়

২ কাপ গরম পানিতে ১ কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিতে কয়েক মিনিট আক্রান্ত আঙ্গুল টি ডুবিয়ে রাখুন। এরপর আঙ্গুল তুলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। 

নখ দ্রুত বড় করার ঘরোয়া উপায়  

নখ দ্রুত বড় করার ঘরোয়া উপায় জানতে চান? নখ দ্রুত বড় করার ঘরোয়া উপায় জানতে চাইলে এই পর্বটি পড়ুন। কেননা এই পর্বে বলা হবে নখ দ্রুত বড় করার ঘরোয়া উপায় সম্পর্কে। নখ দ্রুত বড় করার ঘরোয়া উপায়:

কুসুম গরম পানিতে লবণ আর ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটির মধ্যে ৫ থেকে ১০ মিনিট নখ গুলো ভিজিয়ে রাখুন। 

১ চামচ লেবুর রসে ৩ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি কুসুম গরম করে নিন। এরপর এই মিশ্রণে আপনার নখগুলো ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এভাবে রোজ একবার নখের পরিচর্যা করুন। এই দুটি পদ্ধতিতে দৈনিক নখের পরিচর্যা করলে নখ খুব দ্রুত বড় হতে শুরু করবে। 

শেষ কথা: নখ সাদা করার উপায় - পায়ের নখ সাদা করার উপায়  

বন্ধুরা এই ছিল আমাদের আজকের আর্টিকেল। এই আর্টিকেলে আপনাকে বলা হয়েছে নখ সাদা করার উপায়, পায়ের নখ সাদা করার উপায়। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন নখ সাদা করার উপায়, পায়ের নখ সাদা করার উপায় সম্পর্কে। এরপর আরো অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের অর্ডিনারি আইটি ওয়েবসাইটে ভিজিট করে আসুন। পুরো আর্টিকেল জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ২২০৭০