https://www.varendratimes.com/

4880

rajshahi

চারঘাটে কৃষি জমিতে খনন অবৈধভাবে পুকুর, ৫০,০০০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৫ ২৩:১৫

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের চকপাড়া গ্রামে কৃষি জমিতে খনন অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় পুকুর খননের অপরাধে মৃত্যু মোজাম্মেল হকের ছেলে মোফাজ্জল হোসেনের ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মুচলেকা আদায় করা হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।