https://www.varendratimes.com/

4920

sports

ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত দেশের মাটিতেই অবসর চাই : সাকিব

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫ ১২:০৮

সাকিব আল হাসান, ক্রিকেট, রাজনীতি, ব্যবসা এবং মামলার পাশাপাশি নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। একান্ত আলাপচারিতায় সাকিব তার বর্তমান অবস্থান, ক্রিকেটে ফেরার ইচ্ছা, রাজনীতি নিয়ে চিন্তা এবং ব্যবসায়িক ঝামেলার বিষয়গুলো তুলে ধরেছেন।

বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারসহ অবস্থান করছেন। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, ভালো আছি। পরিবার আর বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছি।" সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় কানাডার সাফারি পার্কে ঘুরে বেড়ানোর একটি ছবি ভাইরাল হওয়ার পর সাকিব জানিয়েছেন, ছবিটি তার দেওয়া নয়, এটি ছিল একটি পারিবারিক পরিকল্পিত ট্রিপ। তবে, তিনি স্বীকার করেছেন যে আরও সচেতন থাকা উচিত ছিল।

রাজনীতি নিয়ে সাকিব বলেন, তিনি কোনো চাপের মধ্যে পড়ে রাজনীতি শুরু করেননি। তিনি বলেন, "আমাকে কেউ চাপ দেয়নি। সবাই বলেছে, ক্রিকেট খেলো, আমি তাই করেছি।" তিনি আরও জানান, তার মতে রাজনীতিতে আসা দোষের কিছু নয় এবং নাগরিক হিসেবে এটি তার অধিকার।

ব্যবসায়িক ঝামেলা এবং শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে সাকিব বলেন, তিনি কখনো ট্রেড করেননি, কিন্তু অন্য একজনের মাধ্যমে বিনিয়োগ করায় তিনি লোকসানে পড়েন। কাঁকড়া খামার প্রসঙ্গে সাকিব বলেন, তিনি খামারের ৩৫ শতাংশের মালিক এবং এটি চালু রাখতে নিজের পকেট থেকে টাকা দিয়েছেন।

ক্রিকেটে ফেরার বিষয়ে সাকিবের স্পষ্ট ইচ্ছা, তিনি বাংলাদেশের জার্সি গায়ে আবার মাঠে নামতে চান। তিনি বলেন, "একটি সিরিজ, দুইটি সিরিজ বা যতদিন পারি—আবার খেলতে চাই। দেশের মাঠেই বিদায় নিতে চাই।"

ব্যবসায়িক ঝামেলা এবং মামলার প্রসঙ্গে সাকিব জানান, ৪.৫ কোটি টাকা ঋণের মধ্যে তার অংশ ১.২ কোটি টাকা, তবে তার সম্পত্তি জব্দ করা হয়েছে। একটি হত্যা মামলায় নিজের নাম জড়ানোর বিষয়ে সাকিব বলেন, "যিনি মামলা করেছেন, তিনিও জানেন না আমি কীভাবে যুক্ত হলাম!"

সবশেষে সাকিব তার বিশ্বাস প্রকাশ করেন যে, নতুন সরকার সৎভাবে কাজ করতে চাইছে, তবে সময়ই বলে দেবে কতটা সফল হবে। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো—"বাংলাদেশের হয়ে খেলে, দেশের মাঠেই ক্রিকেটকে বিদায় জানানো।"