https://www.varendratimes.com/

4925

rajshahi

রাজশাহীর পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক।

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫ ১৭:১১

পুঠিয়া প্রতিনিধিঃ

পুঠিয়ায় সেলিম (৫৫) নামে যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃত সেলিম উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের আবুল হাসেমের ছেলে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুঠিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁর যাবত জীবন সাজা হয়। এর পর থেকে সে পালাতক ছিল।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই সেলিম রেজা ও এ,এস,আই আজিজ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় সেলিম বাড়িতে অবস্থান করার কথা জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ১৬ এপ্রিল বুধবার সকালে আটক সেলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৪জন আসামি গ্রেফতার করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।