https://www.varendratimes.com/

4935

info-tech

এআই দিয়ে কাজ সহজ করতেই মাইক্রোসফটের নতুন উদ্যোগ

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫ ১০:৫৯

কম্পিউটার বা ল্যাপটপে ফরম পূরণ, তথ্য অনুসন্ধান ও প্রশাসনিক কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার জন্য নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট। ‘কম্পিউটার ইউজ’ নামে এ এআই এজেন্ট ব্যবহারকারীদের কাজ সহজ ও দ্রুততর করতে সহায়তা করবে।

প্রাথমিকভাবে, এই প্রযুক্তিটি মাইক্রোসফটের কোপাইলট স্টুডিও প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এজ, ক্রোম ও ফায়ারফক্সসহ সব ব্রাউজারে এটি ব্যবহারযোগ্য হবে। বাজার বিশ্লেষণ, ইনভয়েস প্রক্রিয়াকরণসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এটি সক্ষম। মাইক্রোসফট জানিয়েছে, এসব কাজের জন্য কোনো আলাদা এপিআই তৈরির প্রয়োজন পড়বে না।

এআই এজেন্টটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি ভিন্ন পরিস্থিতি ও ত্রুটির ভিত্তিতে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। এমনকি ক্যাপচা বা ওয়েব ইন্টারফেসে পরিবর্তন এলেও এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে পারবে। ব্যবহারকারীরা চাইলে এর কার্যক্রমের ইতিহাসও দেখতে পারবেন— কোন সময়ে এজেন্টটি কী করেছে, সেই তথ্য উন্মুক্ত থাকবে।

গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়ে মাইক্রোসফট আশ্বস্ত করেছে যে, ‘কম্পিউটার ইউজ’ দ্বারা সংগৃহীত কোনো তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হবে না। এটি মাইক্রোসফটের নিজস্ব সার্ভারে পরিচালিত হবে, ফলে আলাদা কোনো যন্ত্রাংশের প্রয়োজন হবে না।