
https://www.varendratimes.com/
4937
rajshahi
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫ ০২:১১
পুঠিয়া প্রতিনিধিঃ
লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চারঘাট আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনি, পবা হাইওয়ে, জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযান রাজশাহীর পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের উপর পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন গাড়ীতে তল্লাশি ২৫টি জরিমানা করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রাজশাহীর পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের উপর এলাকায় এই ভ্রাম্যমান চেকপোস্ট বসানো হয়। এসব তথ্য নিশ্চিত করেন, চারঘাট আর্মি ক্যাম্পের ইনচার্জ সিনিঃ ওয়ারন্ট অফিসার মোঃ কালাম।
পবা হাইওয়ে থানার ওসি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, অভিযানে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় হেলমেট এবং লাইসেন্স না থাকায় পবা হাইওয়ে পুলিশ ১৩টি, জেলা ট্রাফিক পুলিশ ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মোঃ রাসেল জানান দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।