
https://www.varendratimes.com/
4941
environment-agriculture
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫ ২২:১৯
রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান কাটার কাজ। মাঠজুড়ে এখন কৃষকের কর্মচাঞ্চল্য, গরু-গাড়ি ও মানুষের কোলাহলে মুখর হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।
বুধবার (তারিখ) উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা ভোর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। কাঁধে করে ধান বহন করে ঘরে তুলছেন তারা। ধান কেটে মাথার ঘাম পায়ে ফেলে তা মাড়াই, শুকানো ও সংরক্ষণের কাজও একসঙ্গে চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, “আল্লাহর রহমতে এবার ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়াও এখন পর্যন্ত অনুকূলে আছে। যদি বৃষ্টিপাত না হয়, তাহলে পুরো ধান ভালোভাবে ঘরে তুলতে পারব।”
তানোর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই ধান কাটার মৌসুম শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তবে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকেরা। তাদের দাবি, সরকার যদি মাঠ পর্যায়ে ধান ক্রয়ের কার্যকর উদ্যোগ গ্রহণ করে, তাহলে কৃষকেরা লাভবান হবেন এবং আগ্রহ আরও বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তারা যেন সহজে ধান ঘরে তুলতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।”
গ্রামবাংলার কৃষিপ্রধান এ অঞ্চলে বোরো ধান শুধু খাদ্য নিরাপত্তার জন্যই নয়, স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবেও ভূমিকা রাখে। সেই দিক থেকে বোরো ধান ঘরে তোলা কৃষকদের জন্য যেমন স্বস্তির, তেমনি দেশের জন্যও তা একটি ভালো বার্তা