https://www.varendratimes.com/

4943

rajshahi

বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫ ২৩:০৪

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নরদাশ ফুটবল একাডেমী বনাম বাড়ীগ্রাম ফুটবল একাডেমি। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাড়ীগ্রাম ফুটবল একাডেমি।

ট্রাইবেকারে তারা ৪-৫ গোলের ব্যবধানে জয়লাভ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান জুয়েল, রেজা জোয়ারদার প্রমুখ। চারটি দল নিয়ে এবারের টুর্নামেন্টের আয়োজন করে বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা।