https://www.varendratimes.com/

4953

campus

প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহী কলেজে ক‍্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৫ ২১:৫৩

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের ( আরসিবিসি) সহযোগিতায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ফাইনান্সিয়াল ইনক্লুশন’ বা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির Empowering Youth থিমের অধীনে ‘Financial Engaging & Inspiring Youth in Banking' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসিবিসি’র সভাপতি মোঃ নাজমুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইটি সেক্রেটারি মোঃ শাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।


প্রধান অতিথি বক্তব্য প্রদানে বলেন, ‘দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ বরাবরই তার সুনাম ধরে রেখে চলেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের একাডেমিক সিলেবাসের বাহিরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ক্লাব পরিচালনায় সহায়তা করে থাকি যা আমাদের শিক্ষার্থীদের অন্যান্য কলেজগুলো থেকে দক্ষতায় কয়েক ধাপ এগিয়ে রাখে।’


তিনি আরও বলেন, ’আমরা বর্তমানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে আইসিটি কোর্স, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে বিশেষ কোর্সসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রশাসনিকভাবে সহযোগিতা করে যাচ্ছি যার ফলস্বরূপ আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত তাদের সফলতা অর্জনে অবদান রেখে চলেছে। তিনি শিক্ষার্থীদের প্রতি আশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তাদের এই সফলতা ধরে রাখবে এবং দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ কে দেশের সামনে তুলে ধরবে।’


এসময় বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন ও আরসিবিসি’র প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী। 


সেমিনারে প্রাইম ব্যাংক পিএলসি. হেডকোয়ার্টারে কর্মরত এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন উক্ত আয়োজনের অনুষ্ঠানে লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। যেখান তিনি আর্থিক খাতে প্রাইম ব্যাংকের অবদান ও নানাবিধ কর্মকাণ্ড তুলে ধরেন। ইয়ুথদের প্রতি আর্থিক জ্ঞানের গুরুত্বারোপসহ ও তাদের ভবিষ্যত গঠনে সেভিংসের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠন বিষয়ক বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে পরামর্শমূলক উত্তর দেন। 


প্রাইম ব্যাংক পিএলসি. হেডকোয়ার্টারে কর্মরত কনজিউমার এন্ড এসএমই ব্যাংকিং বিভাগের হেড অব ফাইনান্সিয়াল ইনক্লুশন এন্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান প্রাইম ব্যাংকের বিগত ৩০ বছরের অর্জিত মাইলস্টোনসমূহ নিয়ে সংক্ষিপ্ত একটি পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন দেন । পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে ব‍্যাংকিং সেক্টরের অবদান, ফাইনান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে প্রাইম ব‍্যাংকের বিভিন্ন উদ‍্যোগসমূহ, বৈশ্বিক প্রেক্ষাপটে ইয়ুথদের অবস্থান ও অবদান, তাদের আর্থিক জ্ঞানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপসহ ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্টের উপর অনুপ্রেরণামূলক বক্তব‍্য দেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের জন‍্য প্রাইম ব‍্যাংকের পূর্ণাঙ্গ সেবা ‘প্রাইমএকডেমিয়া’র বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। 


উল্লেখ‍্য, রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের( আরসিবিসি) উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজনে করে। যেখান রাজশাহী কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীরা ব্যাংকিং ও ক‍্যারিয়ার সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। 


শিক্ষার্থীর স্কিল ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য ডিজিটাল ব্যাংকিং সেক্টরের কার্যকারীতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতামত দেন করেন। এছাড়াও ব্যাংকিং ক্যারিয়ার ও সুন্দর ভবিষ্যৎ গড়তে বিভিন্ন প্রস্তুতিমূলক পর্বে প্রাইম ব্যাংকের এধরনের অভিনব আয়োজনকে চলমান রাখার আহ্বান জানান। 


সেমিনারে প্রাইম ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মোঃ আব্দুল হালিম উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং  পরামর্শমূলক উত্তর দেন। তিনি রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের( আরসিবিসি) কে এমন একটি আয়োজনের অংশীদার হওয়ার জন‍্য ব‍্যাংকের পক্ষ থেকে ধন‍্যবাদজ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সেমিনারে প্রাইম ব‍্যাংকের রাজশাহী শাখা ব‍্যবস্থাপক মোঃ সাইদ ইমামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।