
https://www.varendratimes.com/
4956
capital
প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫ ১২:০৩
রির্পোটার : জয়নাল আবেদীন জয়
আজ ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হলো জ্ঞানসঙ্গী সৃজন উৎসব-২০২৫’। উৎসবের বিভিন্ন পর্যায়ে ছিলো ভিন্ন ভিন্ন আয়োজন। ছিলো ‘জ্ঞানসঙ্গী শিল্প-সাহিত্য পুরস্কার ২০২৫’ বিতরণী পর্ব। উক্ত অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, চিত্রশিল্পী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন । জ্ঞানসঙ্গী --জাতীয় সাহিত্য সংগঠন । ‘বাংলা সাহিত্য সংস্কৃতির প্রাণময় প্রকাশ’ শ্লোগান নিয়ে জ্ঞানসঙ্গী প্রকাশন প্রকাশনার কাজ করে আসছে ।
এ বছর (২০২৫) বিভিন্ন ক্যাটাগরীতে ‘জ্ঞানসঙ্গী শিল্প-সাহিত্য পুরস্কার ২০২৫’ পেয়েছেন ১৬ জন। নারীর ক্ষমতায়ন ও পরিবেশ বিষয়ে গবেষণায়: পারভেজ বাবুল। কাব্যসাহিত্যে পেয়েছেন: রুহুল কুদ্দুস, মীর আবদুর রাজজাক, মুহাম্মদ আলকামা সিদ্দিকী, শামসুল বারী উৎপল, শামিমা নাইস। কথাসাহিত্যে: পুষ্পেন রায় ও দেওয়ান মাসুদ রহমান। গল্পসাহিত্যে: রেনু আহমেদ। আবৃত্তিশিল্পে: বিধান চন্দ্র রায়, কানিজ আফরোজ রীনা এবং শিশিত কুমার বিশ্বাস। চারুকলায়: রফি হক। সেরা সংগঠক: বিধুরা ধর ও নিলয় বিশ্বাস। সমাজকর্মে মাসুদ মাহাতাব।
এছাড়াও কয়েকজনকে প্রদান করা হয় জ্ঞানসঙ্গী শিল্প-সাহিত্য প্রণোদনা সম্মান ২০২৫। অনুষ্ঠানে পাঠ উন্মোচন করা হয় জ্ঞানসঙ্গী প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থ’ ‘আবৃত্তির সমকালীন কবিতা’ শীর্ষক সংকলনের। সংকলনটি সম্পাদনা করেছেন বিধান চন্দ্র রায়। কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও অতিথিদের কথামালায় প্রাণময় ছিলো গোটা আয়োজন ।
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী জাহান বশীর এবং সভাপতিত্ব করেছেন বর্ষিয়ান কবি ইমরোজ সোহেল।