https://www.varendratimes.com/

4959

rajshahi

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ০১ মে ২০২৫ ১৬:৪২

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর চারঘাট উপজেলার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলার আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট চৌ-রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মমিন, রিক্সা-ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আলাল সাহ্, ইমারত নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব শাহীন সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।