https://www.varendratimes.com/

4962

bd-country

বাসা থেকে পুলিশ কর্মকর্তার সরকারি পিস্তল চুরি, পুলিশ লাইনে ক্লোজড

প্রকাশিত : ০৬ মে ২০২৫ ২১:১৫

চাঁদপুরের ফরিদগঞ্জে এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ সরকারি পিস্তল চুরি হয়েছে। এ ঘটনায় সোমবার এসআই রাকিব উদ্দিন ভূঁইয়াকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি মো. শাহ্ আলম।


পুলিশ জানায়, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়া ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলা ভবনের চতুর্থতলায় ভাড়া থাকেন। সোমবার দুপুরে চোর রাকিবের বাসার তালা ভেঙে ২টা ম্যাগাজিনে ১৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রাকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়ে এসআই মো. রাকিব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন দুপুরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাইরে যাই। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পাই। ঘরে প্রবেশ করে দেখি একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এসআই রাকিব উদ্দিন ভূঁইয়াকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।