https://www.varendratimes.com/

4970

world-news

ভারত-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী হামলা, ট্রাম্প বললেন ‘সংঘাত বন্ধ হোক’

প্রকাশিত : ০৮ মে ২০২৫ ০৮:২৫

পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির অঞ্চলে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পাকিস্তানের সামরিক বাহিনীকে পাল্টা প্রতিক্রিয়ার অনুমতি দিয়েছে ইসলামাবাদ। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার জন্য ভারতকে "মূল্য দিতে হবে"।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি উভয় দেশকেই ভালোভাবে জানি। আমি চাই, তারা এই উত্তেজনা নিরসন করুক।”

বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তাদের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “আমি চাই ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে পৌঁছাক। যদি আমি কোনোভাবে সহায়তা করতে পারি, তবে অবশ্যই পাশে থাকব।”

এর আগে মধ্যরাতে আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ধরনের হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছিলেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ দ্রুতই শান্তিপূর্ণ উপায়ে শেষ হবে।