
https://www.varendratimes.com/
4990
education
প্রকাশিত : ২১ মে ২০২৫ ২৩:৪৭
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠের জন্য পূর্বের পরিচিত শপথবাক্য পুনঃপ্রবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আওয়ামী লীগ সরকারের সময় সংযোজিত ‘মুক্তিযুদ্ধ’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘শহীদদের রক্ত বৃথা না যাওয়ার অঙ্গীকার’-সংবলিত অংশসমূহ বাদ দেওয়া হয়েছে।
নব্বইয়ের দশক ও একবিংশ শতাব্দীর সূচনালগ্নে যে শপথবাক্য পাঠ করা হতো, এবার মূলত সেটিই ফিরিয়ে আনা হয়েছে। তবে এতে নতুনভাবে যুক্ত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ বাক্য— ‘অন্যায় ও দুর্নীতি করবো না’ এবং ‘অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না’।
২১ মে বুধবার জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সাম্যভিত্তিক বাংলাদেশ গড়তে এবং শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে এই শপথ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সমাবেশে পাঠ করানোর অনুরোধ করা হলো।
নতুনভাবে নির্ধারিত শপথবাক্যটি হলো—
‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না।’
‘হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন যেন আমি বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারি। আমিন।’
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এটি রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), জেলা শিক্ষা কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।