https://www.varendratimes.com/

4991

rajshahi

বৃষ্টিভেজা সন্ধ্যায় রাজশাহীর প্রাণকেন্দ্রে এক অন্য রকম সৌন্দর্য

প্রকাশিত : ২২ মে ২০২৫ ০০:০৬

বৃষ্টিভেজা সন্ধ্যায় রাজশাহী শহরের সাহেববাজার এলাকায় মানুষের চলাচলে তৈরি হয়েছে এক অনন্য দৃশ্য।

গ্রীষ্মের ক্লান্তিকর দিন শেষে হঠাৎ এক পশলা বৃষ্টি যেন রাজশাহী শহরের চেহারাই পাল্টে দিল। বুধবার সন্ধ্যায় রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার ও তার আশেপাশের এলাকা যখন বৃষ্টিতে ভিজছিল, তখন শহরজুড়ে নেমে আসে এক রোমান্টিক শান্ত আবহ।

ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা রাজপথে হাঁটছেন মানুষ, কেউ ছাতা মাথায়, কেউ বা ভিজে উপভোগ করছেন বৃষ্টির স্বাদ। রাস্তার পাশে সজ্জিত গাছপালা ও ঝকঝকে আলোয় এক অপূর্ব সৌন্দর্য তৈরি হয়েছে। ব্যবসায়িক কেন্দ্র হওয়ায় এলাকাটি সাধারণত ব্যস্ত থাকে, তবে বৃষ্টির ছোঁয়ায় যেন একটু প্রশান্তি নেমে এসেছে সবার মাঝে।

এমন দৃশ্য রাজশাহী শহরের নাগরিকদের আবেগে নাড়া দেয়। বরেন্দ্রভূমির এই শহর বরাবরই পরিচ্ছন্ন ও গোছানো নগরী হিসেবে খ্যাত। তবে বৃষ্টির পর শহরের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠে। শহরের তরুণরা এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মোবাইল ক্যামেরায় বন্দি করছেন ছবি ও ভিডিও।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থার কারণে রাজশাহী অঞ্চলে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।