https://www.varendratimes.com/

5039

national

টয়লেটে মাথা ফাটলো সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের

প্রকাশিত : ২৬ মে ২০২৫ ১৬:০১

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গুরুতর আহত হয়েছেন। পড়ার ফলে তার মাথায় আঘাত লাগার কারণে রক্তক্ষরণ হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার হাজিরার সময় সোমবার (২৬ মে) এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হাজতখানার টয়লেটে পড়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের মাথায় আঘাত লাগে এবং রক্ত বের হতে থাকে। পরে তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর হাজতখানার পুলিশ সাহায্যে প্রিজন ভ্যানে করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়।

অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ বলেন, কয়েকদিন ধরে সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ ছিল। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যের নানা সমস্যায় ভুগছেন।

উল্লেখ্য, সোমবার দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল, যেখানে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হাজিরা দিতে আসেন, তবে এদিন দুদক প্রতিবেদন দাখিল করেনি।