https://www.varendratimes.com/

5046

national

আজ শুরু ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি

প্রকাশিত : ২৭ মে ২০২৫ ০৭:৪৭

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ (২৭ মে) শুরু হয়েছে ঈদযাত্রার শেষ দিনের, অর্থাৎ ৬ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে আগেই ঘোষণা দিয়েছিল, যাত্রীসেবার সুবিধার্থে এবারের সব টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে দুপুর ২টা থেকে। ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।

রেলওয়ের ঈদ পরিকল্পনার আওতায়, ঈদের আগের সাতদিনের টিকিট বিশেষ ব্যবস্থায় পর্যায়ক্রমে বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শেষ দিনের টিকিট (৬ জুন) অনলাইনে পাওয়া যাচ্ছে। এর আগে ২১ মে থেকে শুরু করে ২৬ মে পর্যন্ত ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। তবে এই বিশেষ ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হতে পারে—এই সম্ভাবনার ভিত্তিতেই রেলওয়ে তাদের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করেছে।