https://www.varendratimes.com/

5079

national

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি চলছে : মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ২৯ মে ২০২৫ ১১:০৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা এমন একটি সাধারণ নির্বাচন আয়োজন করছি যা অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এই নির্বাচন ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা রক্ষা করবে। এটি গণতন্ত্রের একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর নিশ্চিত করবে। বর্তমান বৈশ্বিক অস্থিরতার মাঝে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল নেতৃত্বের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।’

তিনি আরও বলেন, এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা, যদিও পথচলা ছিল বেশ চ্যালেঞ্জপূর্ণ। এসময় তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষায় দেশের সক্রিয় ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন।

ড. ইউনূস উল্লেখ করেন, ‘আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি এশিয়ার দেশগুলো মিলিত হয়ে সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলা ও সমৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করতে পারবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের একটি সম্মিলিত ভবিষ্যৎ গড়ে তুলতে হবে এবং সমৃদ্ধির জন্য এক পথ নির্ধারণ করতে হবে।’

ফোরামে সাতটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে তিনি এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্যই আমাদের শক্তি এবং পরীক্ষা।’

ড. ইউনূস যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের বিরুদ্ধে সতর্ক করে বলেন, ‘এই অর্থের অভাবে কোটি মানুষ কষ্টে দিন যাপন করছে, মৌলিক চাহিদাও পূরণ করতে পারছে না। মিয়ানমারের গৃহযুদ্ধ এখন ভয়াবহ আকার নিয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প এই সংকটকে আরও গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে।’

এর আগে, ২৮ মে স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছে অধ্যাপক ড. ইউনূসকে টোকিও বিমানবন্দরে বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী স্বাগত জানান।